Technology

8 months ago

স্মার্টফোনেও মিলবে বাটন কি-বোর্ড! বাজারে আসছে নতুন ডিভাইস

Button keyboard will match the smartphone
Button keyboard will match the smartphone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছর সাত-আট আগেও যা কল্পনাতে আনা যেত না, তা এখন প্রায় প্রতি ঘরে ঘরেই মিলছে। ফোন মানেই স্মার্টফোন। আর এই স্মার্টফোনের জনপ্রিয়তার সামনে কোথাও যেন হারিয়ে গেছে কি-বোর্ড যুক্ত 'টেপা ফোন'। স্মার্টফোনের যুগে যদি ফের পুরনো কি-বোর্ড পাওয়া যায় তবে কেমন হয়?

আইফোন এমন এক কোম্পানি, যারা মানুষকে প্রথম ডিজিটাল কি-বোর্ড-এর সঙ্গে পরিচয় ঘটান। সেই শুরু ফুল স্ক্রিন মোবাইলের যুগ। আইফোনের দেখাদেখি সব মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোও ঝাঁপায় স্মার্টফোন তৈরি করতে। এখন হাতে হাতে ঘোরে শুধুই স্মার্টফোন। 

তবে এখনও অনেকেই আছেন, যাঁরা বাটন কি-বোর্ডকে মিস করেন। কিন্তু স্মার্টফোনে সেই সুবিধা নেই বলে, ইচ্ছেটা পূরণ হয় না। এবার সেই সব বাটন কি-বোর্ড প্রেমী মানুষদের জন্য ফ্লিক্স টেকনোলজি আনছে এক নতুন ডিভাইস। যা স্মার্টফোনের সঙ্গে লাগিয়ে নিলেই কেল্লা ফতে।

জানা যাচ্ছে, এই কি-বোর্ডটি র‍্যাপ অ্যারাউন্ড কেস আকারে তৈরি করা হয়েছে। স্লাইড করে ডিভাইসটিতে স্মার্টফোন ঢুকিয়ে দিলেই হল। এই কি-বোর্ডের বাটনগুলিতে রয়েছে ব্যাকলিট। অর্থাৎ, অন্ধকারে স্বচ্ছন্দভাবে টাইপ করা যাবে এতে।

কি-বোর্ডটি পাওয়া যাবে ফেব্রুয়ারি মাস থেকেই। এখন হলুদ ও ধূসর রঙের কি-বোর্ড আনছে ফ্লিক্স। পরে আরও রঙের সংযোজন ঘটবে। এখন শুধুমাত্র আইফোনের জন্য এই নতুন ডিভাইস উপলব্ধ হবে। ফেব্রুয়ারি মাসে আইফোন ১৪ সিরিজের জন্য এই বাটন কি-বোর্ড পাওয়া যাবে। পরে অন্যান্য সিরিজের জন্যও তৈরি করা হবে। 

নতুন কি-বোর্ডের সুবিধা যেমন আছে, কিছু অসুবিধাও আছে। এই বাড়তি কি-বোর্ড লাগালে ফোনের দৈর্ঘ্য বেড়ে যাবে। এছাড়াও ফোন আকারে বড় হওয়ায় তা হাতে ধরে টাইপ করতে অসুবিধা হতে পারে।

তবে এই কি-বোর্ডে আরও দ্রুত ও নির্ভুল টাইপ করা সম্ভব হবে। মোবাইলের স্ক্রিনে ডিজিটাল কি-বোর্ড না থাকায় পুরো স্ক্রিন আপনি ব্যবহার করতে পারবেন। এই নতুন ডিভাইসের দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকা।


You might also like!