Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Offbeat and viral

2 years ago

Off Beat News: যে সাপ কামড়েছে,তাকে সঙ্গে নিয়েই বৃদ্ধা ছুটলেন হাসপাতাল!

Snake (File Picture)
Snake (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনা খুবই কম ঘটে। সাপে কামড়ালে মানুষ ভয়েই আধমরা হয়ে যায়। কিন্তু কিছু মানুষ থাকে যারা আকুতভয়। এমনি এক বৃদ্ধের কান্ড দেখে বিস্মিত হসপিটালের চিকিৎসকেরা। ঘটনা সূত্রে জানা যায়, সাপের ছোবল খেয়ে সাপ ধরে সটান হাসপাতালে বৃদ্ধা। হতচকিত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। এদিকে বেকায়দায় ধরায় অসুস্থ হয়ে পড়ে সাপটিও। অপর দিকে রোগীর শরীরে সর্পদংশনের চিহ্ন দেখতে না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। এলাকায় সাপ উদ্ধার, বন্য প্রাণী সংরক্ষণে তাঁর বেশ নাম রয়েছে। খবর পেয়ে তিনি মাঝরাতে হাসপাতালে ছুটে যান। সাপটি দেখে তিনি কয়েকবার ওই বৃদ্ধার দিকে তাকান। তারপর বলেন,এটি ভারতের অন্যতম বিষধর সাপ। 
'কৃষ্ণ কালাজ।'
সাপ বিশেষজ্ঞ বিশ্বজিৎ বাবু পুরো ঘটনাটা চিকিৎসকদের বুঝিয়ে বলেন। তিনি বলেন,এই সাপ প্রবল বিষধর হলেই এই দাঁত এতই ক্ষুদ্র যে কামড়ানোর কিছুক্ষনের মধ্যেই সেই ক্ষতস্থান শুকিয়ে যায়। তিনি আরো বলেন,এই সাপের কামড়ে বিষের প্রতিক্রিয়া বেশ কিছু সময় পরে শুরু হয়।  তাই এই রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি জাগিয়েও রাখতে হবে। চিকিৎসক-সহ নার্সিং কর্মীদেরও এ কথা বলেন তিনি। যদিও ততক্ষণে শুরু হয়ে গিয়েছে বৃদ্ধার প্রাথমিক চিকিৎসা। তবে হাসপাতালে সঠিক সময় চিকিৎসা শুরু হওয়ায় বিপদমুক্ত হন বৃদ্ধা। চিন্তা কেটেছে তাঁর পরিবারের সদস্যদের মন থেকেও। পাশাপাশি চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে সাপটিও। চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষনে রাখার পর উদ্ধার হওয়া কৃষ্ণ কালাজ সাপটিকে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

You might also like!