ভুবনেশ্বর, ৫ জুন: ওডিশা বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ওডিশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিজু জনতা দল (বিজেডি)-এর প্রধান নবীন পট্টনায়েক। বুধবার সকালে রাজভবনে পৌঁছন নবীন পট্টনায়েক। রাজ্যপাল রঘুবর দাসের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাপত্র জমা দেন তিনি। বিধানসভা নির্বাচনে এবার বিজেপির কাছে খুব খারাপভাবে হেরেছে বিজেডি।
ওডিশা বিধানসভার ১৪৭টি আসনের মধ্যে মাত্র ৫১টি আসনে জয়লাভ করেছে বিজেডি। অন্যদিকে, বিজেপি জিতেছে ৭৮টি আসনে। ওডিশায় কংগ্রেস জিতেছে ১৪টি আসনে এবং সিপিআই (এম) একটি ও নির্দল ৩টি আসনে জিতেছে।