সম্বলপুর, ২০ ফেব্রুয়ারি : ওডিশার সম্বলপুর থেকে উত্তর প্রদেশের অযোধ্যা পর্যন্ত "আস্থা স্পেশাল ট্রেন"-এর যাত্রা শুভ সূচনা হয়ে গেল। মঙ্গলবার সকালে ওডিশার সম্বলপুর স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে সম্বলপুর-অযোধ্যা আস্থা স্পেশাল ট্রেনের যাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিশেষ এই ট্রেন অযোধ্যায় উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে রামময় হয়ে ওঠে সম্বলপুর স্টেশন। অগণিত ভক্তরা "জয় শ্রীরাম" ধ্বনি দিতে থাকেন।
সম্বলপুর-অযোধ্যা আস্থা স্পেশাল ট্রেনের যাত্রার সূচনা করার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্ৰী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, "দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে ২২ জানুয়ারি। ভারতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ভক্তরা মঙ্গলবার সম্বলপুর থেকে যাত্রা করেছেন। আমি এখানে এসেছি তাদের সঙ্গে দেখা করতে। তাঁদের মাধ্যমে আমিও রামলালর দর্শন পাব।"