দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ধমান জেলাকে বলা হয় রাজ্যের শস্যভান্ডার। বর্ধমান জেলা প্রধানত ধান ও আলু উৎপনের জন্য বিখ্যাত। কিন্তু ধান এখন আর ততটা লাভ জনক শস্য নয়। তাই কিছু কিছু জায়গায় বিকল্প চাষের পরামর্শ দিচ্ছে রাজ্যের কৃষি বিভাগ। রাজ্য সরকারের উৎসাহে ডাল, তৈল বীজের উৎপাদন ক্রমশ বাড়ছে। সরকারি সহায়তায় লাভের মুখ দেখতে পেয়ে খুশি কৃষকরা। প্রথাগত ধান আলুর চাষ কমিয়ে বিকল্প চাষে কৃষকদের আকৃষ্ট করতেই একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। অসেচযুক্ত জমিতে বাড়ছে ডাল ও তৈলবীজের চাষ। দেখা গেছে এই বিকল্প চাষে চাষীদের লাভ বেশি হচ্ছে।
একাধিক কারণে ধান ও আলু উৎপাদন থেকে কিছুটা সরে আসতে পরামর্শ দিয়েছে কৃষি দফতর। রাজ্যের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় ধান ও আলুর চাষ সবচেয়ে বেশি। এই জেলাতেও বাড়ছে বিকল্প চাষ। এবার বোরো চাষে জল দিতে পারবে না ডিভিসি। তাই ডাল ও তৈলবীজ চাষে কৃষকদের উৎসাহী করেছে কৃষি দফতর। পূর্ব বর্ধমানের ২৩টি ব্লকেই বিকল্প চাষ হচ্ছে। আউশগ্রাম ১ ও ২, কালনা, পূর্বস্থলী ১ ও ২ খণ্ডঘোষ ও রায়নায় বিকল্প চাষে বিশেষ সাফল্য মিলেছে। গতবছর ১৩ হাজার হেক্টর জমিতে মুসুর, ছোলা, খেসারি ডাল চাষ হয় চলতি বছর ২১ হাজার হেক্টর জমিতে ডালশস্য চাষ হয়েছে।