দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। গত ২৪ নভেম্বর থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ডাউনলোড করে বিশদে জেনে নিন।
শূন্যপদ
মোট ২৬,১৪৬ জন প্রার্থীকে নিয়োগ করবে SSC।
পদ
BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF এই পদগুলিতে কর্মীনিয়োগ করা হবে।
আবেদন জমা দেওয়ার শেষ দিন
২৪ নভেম্বর থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ দিন ৩১ ডিসেম্বর, ২০২৩। অনলাইন ফি জমা দেওয়ার শেষ দিন ১ জানুয়ারি, ২০২৪। সংশোধনের জন্যে ৪-৬ জানুয়ারি দুটি উইন্ডো খোলা হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে দশম শ্রেণি পাস করতে হবে। স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে।
বয়সসীমা
১ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।
কীভাবে নিয়োগ
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেডিকেল, ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে হবে নিয়োগ। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইংরেজি, হিন্দি সহ আরও ১৩টি ভাষায় দেওয়া যাবে।