দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃUPSC-র মাধ্যমে নিয়োগ করা হবে ১৯৩০ নার্সিং অফিসার। ৭ মার্চ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণের কাজও শুরু হয়েছে। জেনে নিন এই পদের বিস্তারিত তথ্য-
পদের নাম-
নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ
মোট ১ হাজার ৯৩০টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কবে থেকে আবেদনপত্র গ্রহণ
৭ মার্চ থেকে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। এবং ইচ্ছুক প্রার্থীরা ২৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করতে পারবেন?
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য esic.gov.in ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে।
কারা আবেদনের যোগ্য?
নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য অবশ্যই নার্সিংয়ের উপর স্নাতক ডিগ্রি পাস করতে হবে। অথবা বিজ্ঞান শাখায় স্নাতক ডিগ্রি থাকলেই ওই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা
আবেদনকারীদের সর্বাধিক বয়সসীমা ৩০ বছর থাকতে হবে। তবে তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফি
নার্সিং পদের জন্য আবেদন ফি ১০০ টাকা রাখা হয়েছে। তবে তপশিলি, জাতি, উপজাতিদের জন্য আবেদন ফি-তে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।