Livelihood message

1 year ago

Tomato Farmer:টমেটো বেচে কোটিপতি কৃষক! অন্ধ্রপ্রদেশে টমেটো বিক্রি করে এক মাসে কৃষকের আয় 3 কোটি

Farmers earn 3 crores in a month by selling tomatoes in Andhra Pradesh
Farmers earn 3 crores in a month by selling tomatoes in Andhra Pradesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   এই মুহূর্তে কোনো অজ্ঞাত কারণে টমেটোর দামে আগুন লেগেছে। ১২৫ -১৫০ টাকা কেজি দামে বিকোচ্ছে টমেটো। এর ফলেই চন্দ্রমৌলির মতো কৃষকেরা লাভ করেছে বিস্তর। অন্ধ্রপ্রদেশের এক কৃষক টমেটো চাষ করে কোটি টাকা আয় করেছেন বলে জানা গিয়েছে। সোমলা মণ্ডলের কলাকামান্দা গ্রামের কৃষক চন্দ্রমৌলির পরিবার যৌথ চাষ করে থাকেন। তাঁদের মোট ৩২ একর জমি রয়েছে। তাঁর পরিবার বহু বছর ধরে টমেটো চাষ করে আসছে। চন্দ্রমৌলি বলেন, তিনি সবসময়ই উদ্ভাবনী পদ্ধতিতে চাষ করতে পছন্দ করেন। প্রতি বছর জুলাই মাসে ফলন হবে এমন লক্ষ্য রেখেই এপ্রিল মাসে টমেটো বীজ রোপণ করেন। সেই মতো এ বারও তাই করেছিলেন। 

সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে বিরলগোত্রীয় টমেটো গাছ রোপণ করেন। রীতিমতো অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করেন তিনি। যে কারণে দ্রুত ফলনের সুফলও পান। জুনের শেষে খেতের টমেটোগুলি তিনি বাজারজাত করেন। আর তারপরই ঘটে যায় ম্যাজিক।

কর্ণাটকের কোলার মার্কেটে পরবর্তী মাস দেড়েক সময়ে তিনি বিক্রি করেন ৪০ হাজার বাক্স টমেটো। ১৫ কেজির টমেটো ক্রেটের দাম ছিল ১ হাজার থেকে দেড় হাজার টাকা। সব মিলিয়ে সবশুদ্ধ ৪ কোটি টাকার টমেটো বিক্রি করেন তিনি। কিন্তু ওই ২২ একর জমিতে টমেটো চাষের খরচই প্রায় ১ কোটি টাকা। বিপুল অর্থ বিনিয়োগ করার সুফলও পেয়ে গিয়েছে তিনি। একলপ্তে লাভের অঙ্ক ছুঁয়েছে ৩ কোটির ঘর। স্বাভাবিক ভাবেই বেজায় খুশি চন্দ্রমৌলি।


You might also like!