দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় স্পেস সংস্থা ISRO-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। কবে আবেদনের শেষ দিন, জেনে নিন বিস্তারিত।
শূন্য়পদ
মোট ২২৪টি পদে কর্মী নিয়োগ করবে ISRO। তার মধ্যে ৫ জন সায়েন্টিস্ট নেওয়া হবে। ৫৫ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ১৪২ জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে।
আবেদন ফি
এই পদগুলিতে আবেদনের জন্য ফি লাগবে ২৫০ টাকা। থেকে ৭৫০ টাকা।
কীভাবে আবেদন করবেন
অফিশিয়াল ওয়েবসাইট www.isro.gov.in-এ যেতে হবে। বিজ্ঞপ্তিকে ক্লিক করলে নির্দিষ্ট পোস্টের আবেদন করার অপশন আসবে। ফর্ম ফিল-আপ করে নির্দিষ্ট নথি দিতে হবে। এরপর পে-মেন্ট করতে হবে। ভবিষ্যতের সুবিধার জন্য প্রিন্ট আউট করিয়ে রাখতে পারেন।
বেতন
সায়েন্টিস্টদের বেতন ৭৩,২০০ টাকা থেকে ১ লক্ষ ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে। বাকি পদগুলির বেতন লেভেল ২ থেকে লেভেল ৭ পর্যন্ত থাকবে।
কীভাবে নিয়োগ
প্রার্থীদের কম্পিউটারে লিখিত পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় পাস করলে এছাড়া স্কিল টেস্টের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ দিন
আবেদন করার শেষ দিন ১ মার্চ, ২০২৪