দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন সোমবার (২৬ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে আইএসসি-র রসায়নের প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ২টো থেকে এই পরীক্ষা হবে।
কী কারণে এই পরীক্ষা পিছিয়ে গেল? কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি সঙ্গীতা ভাটিয়ামের জারি করা নোটিশে এই পদক্ষেপের পিছনে কারণ স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির’ কারণে এটি পিছিয়ে গেল। ইংরেজিতে বলা হয়েছে, ‘আনফোরসিন সারকামস্টানসেস’-এর কথা।
পরীক্ষা বাতিলের কারণে হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। তাঁদের অনেকেই দাবি করেছেন, কেন পরীক্ষা বাতিল করা হল, তার ব্যাখ্যা কাউন্সিলের দেওয়া উচিত। কেউ কেউ আশঙ্কা করছেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে এমনটা হতে পারে।
পরীক্ষা কেন্দ্রে পৌঁছোনোর পর পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন অনেক শিক্ষার্থী। লখনউয়ের সিটি মন্টেসরি স্কুলে অধ্যয়নরত এক আইএসসি ছাত্রের মা দুপুর ১২টা ৪৭ মিনিটে স্কুল থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান, যাতে লেখা ছিল: ‘প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীরা, দয়া করে মনে রাখবেন যে কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুসারে আজকের ২৬ ফেব্রুয়ারির রসায়ন পরীক্ষা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ২১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।’
লরেটো কনভেন্ট ইন্টারমিডিয়েট কলেজে ভাইঝিকে ছাড়তে যাওয়া বিকাশ সিং বলেন, ভাইঝিকে নিয়ে স্কুলে পৌঁছোনো মাত্রই গেটে তাঁদের জানানো হয় যে ,পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বাবা-মা ও পরিবারের সদস্যদের তাঁদের সন্তানকে বাড়ি নিয়ে যেতে হবে। বাকি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে স্কুল।
লখনউয়ের সেন্ট ফ্রান্সিস কলেজ দুপুর ১২টা ৪০ মিনিটে অভিভাবকদের কাছে একটি নোটিশ পাঠিয়েছে, ‘প্রিয় অভিভাবক/শিক্ষার্থীরা, আজকের আইএসসি রসায়ন প্রথম পত্র ২১ মার্চ ২০২৪-এ হবে। তাই আজ পরীক্ষার জন্য পড়ুয়াদের ফিরে যেতে বলা হচ্ছে।’