দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতবর্ষের যে কোনও রাজ্যের বাসিন্দা হলেই রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি পেতে পারেন আপনি ও। সরকারি সংস্থায় চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলি জানতে পড়ুন এই প্রতিবেদন।
কেন্দ্রীয় সরকারের ECIL বা ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। Project Engineer, Technical Officer এবং Assistant Project Engineer পদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রিধারী স্নাতকস্তর উত্তীর্ণ প্রার্থীরা এই চাকিরিগুলিতে আবেদনের যোগ্য।
উপরোক্ত তিনটি পদে চাকরির জন্য বয়সের ঊর্ধ্বসীমা ভিন্ন। Project Engineer পদে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৩ বছর। Technical Officer পদে চাকরির জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। Assistant Project Engineer পদে চাকরির জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।
প্রজেক্ট ইঞ্জিনিয়র পদে চাকরি মিললে মাসে বেতন হবে ৪০ হাজার টাকা। টেকনিক্যাল অফিসার পদে চাকরিতে মাসিক বেতন ২৫ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে চাকরিতে বেতন মিলবে মাসে ২৪,৫০০ টাকা।
উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদনের প্রয়োজন নেই। নিজের শিক্ষাগত যোগ্যতা-সহ বয়সের প্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট দিনে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যেতে হবে।
এই চাকরি সংক্রান্ত তথ্য জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করুন- http://www.ecil.co.in/jobs.html
কোথায় হবে ইন্টারভিউ? এব্যাপারে রাজ্যভিত্তিক তথ্য জানতে এই নোটিফিকেশন লিংকে ক্লিক করুন- https://www.ecil.co.in/jobs/ADVT_14_2023.pdf
উপরোক্ত চাকরিগুলির জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ২০২৩ সাল পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।