Livelihood message

1 year ago

Alovera Cultivation: অ্যালোভেরা - কৃষি ও শিল্পের মাধ্যমে বিস্তর রোজগার

Aloe Vera Cultivation (Symbolic Picture)
Aloe Vera Cultivation (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কৃষির বনাম শিল্প নিয়ে বিতর্ক বহুদিনের। নতুন প্রজন্মের সামনে কোনো চাকরি নেই। সেই সময় নতুন পথ দেখাচ্ছে অ্যালোভেরা। নতুন প্রজন্মের অনেকেই চাকরি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছে! ছোট ছোট স্টার্টআপ তৈরি করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন একাংশ। কিন্তু সব ক্ষেত্রেই প্রতিযোগিতা বাড়ছে। আর এই অবস্থায় ব্যবসা করাও ক্রমশ কঠিন হয়ে পড়ছে। কিন্তু এখনও বহু লাভজনক ব্যবসা রয়েছে যেখানে কম পুঁজি বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। 

অ্যালোভেরা দেখাচ্ছে সেই পথ। অ্যালোভেরা এখন মানুষের খুবই উপকারী বন্ধু। সারাবছরই অ্যালোভেরার  যথেষ্ট চাহিদা রয়েছে। সৌন্দর্য বাড়ানোই হোক কিংবা শরীর সুস্থ রাখার প্রয়োজনে অনেকেই অ্যালোভেরার জুস খেয়ে থাকেন। বিভিন্ন ক্রিম কিংবা জুস বানাতে বিভিন্ন সংস্থার কাছে অ্যালোভেরার যথেষ্ট চাহিদা রয়েছে। সেই সুযোগে নতুন ব্যবসার পথ খুলে যাচ্ছে নতুন প্রজন্মের সামনে।

খাদ্য উদ্যোগ থেকে ফার্মা সংস্থাতে অ্যালোভেরার যথেষ্ট চাহিদা রয়েছে। এই অবস্থায় অ্যালোভেরা ফার্মিং কিংবা Aloe Vera Gel তৈরির অ্যালোভেরা ম্যানুফ্যাকচারিং ইউনিট বসাতেই পারেন। একেবারে ছোট জায়গাতে এই ব্যবসা শুরু করা যেতে পারে। খাদি এবং গ্রামদ্যোগ আয়োগ  এর একটি রিপোর্ট বলছে, এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে (Aloe Vera Farming) প্রজেক্ট কোস্ট প্রায় ২৫ লাখ। কিন্তু এই ব্যবসার জন্যে আপনাকে শুধুই ২.৪৮ লাখ টাকা ঢালার প্রয়োজন রয়েছে। বাকি টাকার জন্যে ব্যাঙ্ক থেকে মুদ্রা লোন নিতে পারেন। মুদ্রা লোনের মাধ্যমে প্রায় ১৯ .৩৫ লক্ষ টাকার টার্ন লোন পাওয়া যাবে। এই ব্যবসার মোটা অঙ্কের লাভ নিশ্চিত। এমনকি প্রথম মাসেই তিন লাখ টাকা রোজগার কোনও ব্যাপার নয় বলা হচ্ছে। এমনকি ১৩ লাখ টাকা পর্যন্ত লাভ ঘরে তুলতে পারবেন এই ব্যবসাতে। শুধু দেশেই নয়, গ্লোবাল মার্কেট ধীরে ধীরে বড় হচ্ছে। যেহেতু এর চাহিদা বিপুল তাই বাড়িতে অ্যালোভেরা চাষ করেও রোজগারের প্রচুর সুযোগ আছে।

You might also like!