দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গাছ শুধু মানুষকে ছায়া প্রদান করে তা নয়, সেই সঙ্গে গাছের ডালে বাসা বানিয়ে পাখিরা বসবাসও করে। বসবাসের নিরিখে পাখির সাথে গাছের সম্পর্ক বহু বছরের। গাছ বরাবরই প্রাণীদের নিঃস্বার্থভাবে সহযোগিতা করে। তবে বিশ্বে এমন একটি গাছ আছে, যেখানে পাখিরা বসলেন মারা যায়।
কি সেই গাছ?
এই গাছের নাম পিসোনিয়া। এ ধরণের গাছগুলোতে এক ধরণের আঠালো বীজশুঁটি উৎপন্ন হয়, যা পোকামাকড়কে আকৃষ্ট করে নিজের আঠার জালে আটকে ফেলে। পাখি যেহেতু পোকা খায়, তাই গাছে আটকে থাকা পোকা খেতে গিয়ে প্রায়ই তারাও আটকে যায় গাছের সঙ্গে।অনেকগুলো বীজ গায়ে একসঙ্গে আটকে গেলে ভারের চোটে পাখিগুলো মাটিতে পড়ে যায়, উড়তে পারে না। সেগুলো তখন মাটিতে পড়ে থেকে খাবারের অভাবেই মারা যায়।
শুঁটির গুচ্ছ থেকে গায়ে লেগে যাওয়া বীজের সংখ্যা বেশি হয়ে গেলেই পাখি আটকে যায়। কম পরিমাণে বীজ আটকালে গাছ থেকে নিজেকে ছাড়িয়ে বীজ নিয়ে উড়ে যেতে পারে পাখি। তাছাড়া পিসোনিয়া গণভুক্ত গাছগুলোর বংশবৃদ্ধির প্রধান পদ্ধতি হলো ভাঙ্গা ডাল থেকে নতুন গাছ। বীজ থেকে বংশবৃদ্ধির কৌশলটি শুধু দূরবর্তী স্থানে ছড়িয়ে যাওয়ার জন্য। তাই বংশবৃদ্ধিতে কোনো সমস্যা হয় না গাছগুলোর। হাওয়াই এবং নিউজিল্যান্ড সহ ভারতের বিভিন্ন প্রান্তে এই গাছ দেখা যায়।