দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্তানকে নিয়ে নানারকম আশা আকাঙ্খার সঙ্গে বাবা মায়েদের মনে থাকে নানা রকমের উদ্বেগ। শিশুর মধ্যে কোনও অস্বাভাবিকতা আছে কিনা সেই উদ্বেগে থাকেন অনেকে। কিন্ত, বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের সমস্যা বুঝে সময়মতো ব্যবস্থা নিলে তাতে আদপে তারই মঙ্গল। তাই দেখে নিন আপনার সন্তানের মধ্যে এমন কোনও লক্ষণ দেখছেন কীনা।
বাচ্চা বুঝতে দেরি করে
বিশেষজ্ঞরা বলছেন, যে সব বাচ্চাদের বুদ্ধি অত তেজ নয়, তারা প্রতি পদেই পড়েন অসুবিধায়। বাচ্চাকে কোনও কথা বললে সেই কথা অনুযায়ী কাজ করতে বেশ সময় নেয়। এমনকী প্রতিক্রিয়াও আসে অনেক পরে। এমন ক্ষেত্রে শিশুদের দরকার বাড়তি খেয়াল। বাবা মায়ের গাইডেন্স ও বিশেষ ভাবে ধৈর্য রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কথা বলা শিখতেও লাগে সময়
বাচ্চা স্লো মাইন্ডেড হলে স্বাভাবিক অভিব্যক্তি প্রকাশেও আসতে পারে সমস্যা। বয়স হয়ে যাওয়া সত্ত্বেও বাচ্চা যদি ভালোভাবে কথা বলতে না পারে তবে বাবা মাকে হতে হবে বিশেষ যত্নবান। অনেক সময় দেখা যায় বাবা মায়ের সঙ্গে অল্প অল্প কথা বললেও অপরিচিতদের সামনে একেবারে মুখে কুলুপ খুদের।
মনসংযোগে মারাত্মক সমস্যা
স্লো লার্নার বাচ্চাদের ক্ষেত্রে একটি বড় উপসর্গ হচ্ছে মনসংযোগের সমস্যা। অনেক চেষ্টা করেও একদিকে মন দিতে পারেন না। চঞ্চলমতি বাচ্চাদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয়। তাই শুধু মনসংযোগের সমস্যাকেই স্লো লার্নারের উপসর্গ বলে না ধরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে বাকি লক্ষণও খতিয়ে দেখুন।
সমস্যায় পড়লে একেবারে হয় ল্যাজে গোবরে অবস্থা
সামান্য থেকে সামান্যতর সমস্যায় পড়লেই সমাধানের রাস্তা খুঁজে পায় না বাচ্চা। এমন ক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বাচ্চার অবস্থা হয় ল্যাজে গোবরে। উলটে যাওয়া খেলনা সোজা করা থেকে খেলনার বক্স খোলার মতো বিষয়ও পাহাড় ভাঙার মতো কঠিন যদি মনে হয় সন্তানের তবে দিন বাড়তি নজর। দরকার পড়লে কাউন্সেলারেরও সাহায্য নেওয়া যেতে পারে।
সমবয়সীদের সঙ্গে দূরত্ব
স্লো লার্নার বাচ্চাদের ক্ষেত্রে আরও এক লক্ষণ হতে পারে সমবয়সীদের সঙ্গে দূরত্ব। একই বয়সের অন্যান্য বাচ্চাদের দেখে অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে শিশু। সে কারণে মিশতে কুণ্ঠা বোধ করে। অনেকে আবার সামাজিকতার আচার আচরণ রপ্ত করতে সময় নেয় বলেও মিশতে পারে না।