Life Style News

4 days ago

Banarasi Saree: সাধের বেনারসী কীভাবে সুরক্ষিত রাখবেন? আজকের প্রতিবেদনে রইল কিছু কার্যকরী টিপস!

Banarasi Silk Saree (Symbolic pictiure)
Banarasi Silk Saree (Symbolic pictiure)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের মরশুমে সাজগোজ, দুর্দান্ত খাওয়াদাওয়া আর হইহুল্লোড় সবকিছু মিলিয়েই জমে ওঠে বিবাহ আসর। আর মহিলাদের শাড়ি তো একান্ত আপন। যেকোনো অনুষ্ঠান মানেই নারীর সঙ্গে শাড়ির মিষ্টি সম্পর্ক। আর সকল প্রকার শাড়ির মাঝে বেনারসী অনন্য। নিজের বিয়ের সাধের বেনারসী অনেকেরই দীর্ঘদিন আলমারি বন্দী থাকে। সাত পাকে বাঁধা পড়ার পর সাধের বেনারসী আলমারির এককোণে ন্যাপথলিনের গন্ধ মেখেই পড়ে থাকে। তবে সঠিক যত্নের অভাবে যেকোনো সময় শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে। তাই বেনারসী যত্ন রাখতে মেনে চলুন কয়েকটি টিপস্।

১) সুতির বা মসলিন কাপড়ে জড়িয়ে রাখুন: বেনারসী শাড়ি সবসময় সুতির বা মসলিন কাপড়ে জড়িয়ে রাখতে হবে। এতে শাড়ির জরি ও কাজ নষ্ট হয় না। এমনকী ভ্যাপসা গরমেও শাড়িকে রক্ষা করে।

২) একসঙ্গে ভাঁজ করে একদম নয়: কাঞ্জিভরম, গাদোয়াল, তাঁত, বেনারসী- সব একসঙ্গে ভাঁজ করে রেখে দেন অনেকেই। এতে শাড়ির গুণগত মান নষ্ট হয়ে যাবে কয়েক বছরেই। বেনারসী সবসময়ই আলাদা জায়গায় রাখবেন। এর ফলে এক শাড়ির সঙ্গে অন্য শাড়ির ঘষাঘষিতে শাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে না।

৩) ধাতব হ্যাঙ্গারে নৈব নৈব চ: ধাতব হ্য়াঙার শাড়ির ঔজ্জ্বল্য নষ্ট করতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় শাড়ির জরি বা কাজ নষ্ট হয়ে যায়। ধাতব হ্য়াঙারের পরিবর্তে কাঠের হ্য়াঙার ব্য়বহার করুন। আর যদি একান্তই উপায় না থাকে সেক্ষেত্রে ধাতব হ্য়াঙারে সেলোটেপ জড়িয়ে ব্য়বহার করা যেতে পারে।

৪) রোদে শোকানোর প্রয়োজন নেই: শাড়ি পরিষ্কার করার পর কখনই ওই রোদে শোকানো উচিত নয়। অতিরিক্ত তাপে শাড়ির রং ফিকে হতে পারে এবং জরির কাজ উঠে যেতে পারে। তাই ছায়ায় শুকিয়ে নেওয়াই শ্রেয়। ইস্ত্রি করতে দিলেও তাপমাত্রার দিকে নজর রাখা দরকার। সেক্ষেত্রে পালিশ করতে দেওয়া সবচেয়ে ভালো।

৫) ডিটারজেন্ট নয়, ড্রাই ওয়াশ করুন:  বেনারসী ডিটারজেন্ট দিয়ে ধোয়া একদমই উচিত নয়। এতে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। শাড়ি পরিষ্কার রাখতে ড্রাই ওয়াশ করানোই বুদ্ধিমানের কাজ।

উপরিউক্ত নিয়মগুলি মেনে চলুন আর সাধের বেনারসীটি সুরক্ষিত রাখুন।

You might also like!