Life Style News

8 months ago

Pre Holi Hair Care: রং খেলার আগে তেল মেখে চুলের ক্ষতি করছেন না তো? জানুন

Pre Holi Hair Care (File Picture)
Pre Holi Hair Care (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দোলের আগে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তাই তো এখন থেকেই সবাই দোলের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। তবে সকলের মনেই আনন্দের পাশাপাশি রয়েছে সামান্য চিন্তাও। কারণ একটাই। রং-আবির যেমন আমাদের মনকে রঙিন করে তোলে, ঠিক তেমনই চুলের ক্ষতি করতেও পারে খুব সহজে। তাই তো অনেকেই রং খেলতে যাওয়ার আগে চুলের অতিরিক্ত সুরক্ষার জন্যে তেল মেখে নেন বেশি করে। কিন্তু এতে কি আদৌ চুলের কোনও উপকার হয় নাকি পুরো শ্রমটাই বিফলে যায়? খতিয়ে দেখলাম আমরা।

রং খেলতে যাওয়ার আগে নিন চুলের যত্ন

আবির ও রঙে ব্যবহৃত রাসায়নিক যে চুলের জন্যে খুবই ক্ষতিকারক, সে কথা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাই তো রং খেলতে যাওয়ার আগে চুলের যত্ন নেওয়া জরুরি। একই সঙ্গে চুলের উপরে তৈরি করতে হবে একটি সুরক্ষাস্তরও। এক্ষেত্রে আপনি চুলে সানব্লক সিরাম লাগিয়ে নিতে পারেন। এটি আপনার চুলকে ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে রক্ষা করবে। আর চুল বেঁধে নিতে ভুলবেন না যেন!

দোলের আগে তেল মাখা

বাঙালি পরিবারে ঘরোয়া রূপটানে নারকেল তেলের ব্যবহার বহুল প্রচলিত। চুল ভালো রাখতে যেমন এই তেল মালিশ করা হয়, তেমনই ত্বকের যত্নেও এর ব্যবহার চোখে পড়ে।

এদিকে দোলের দিন রং খেলতে যাওয়ার আগে অনেকেই স্ক্যাল্পে, চুলে এবং হাত-মুখে প্রচুর পরিমাণে নারকেল তেল মেখে নেন। ছোট থেকেই যে এমনই অভ্যাস আমাদের। আপনিও নিশ্চয়ই তাঁদেরই একজন? তাই এই প্রশ্ন উঠতে বাধ্য যে, এই কাজটি করা কি আদৌ ঠিক হচ্ছে?

উপকার মেলে নাকি…

বিশেষজ্ঞদের একাংশের মতে, তৈলাক্ত স্ক্যাল্পে ধুলো-ময়লা বসার সম্ভাবনা থাকে বেশি। এমনকী আবির এবং রঙে ব্যবহৃত রাসায়নিকও রয়ে যেতে পারে তৈলাক্ত স্ক্যাল্পে। তাই রং খেলতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে তেল মালিশ না করাই শ্রেয়।

যদিও বিশেষজ্ঞদের আরেক দলের মতামত সম্পূর্ণ ভিন্ন। তাঁদের মতে, চুলে তেল মাখলে একটি সুরক্ষাস্তর তৈরি হয়। তাই আবির এবং রং সরাসরি চুলে বসতে পারে না।

কোন কাজটি সুরক্ষিত?

চুল ভালো রাখার জন্যে রং খেলতে যাওয়ার আগে আপনি তেল মাখতেই পারেন। তবে এখানে একটু বুদ্ধি খাটাতে হবে। এক্ষেত্রে আপনি হাতে পরিমাণ মতো তেল নিয়ে স্ক্যাল্পে লাগান এবং শুধুমাত্র চুলের গোড়ায় মালিশ করুন। তবে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করবেন। মনে রাখবেন অতিরিক্ত তেল কিন্তু চুলের ক্ষতি করতে পারে।

তারপর…

ড্রপারের সাহায্যে চুলের গোড়ায় তেল লাগিয়ে নেওয়ার পরে ধীরে ধীরে ব্রাশ করে নিন। তারপরে চুল বাঁধুন। বড় চুল হলে বিনুনিও করে নিতে পারেন। এই নিয়ম মেনে চললে যে চুল একদম সুরক্ষিত থাকবে, সে কথা এক প্রকার হলফ করে বলতে পারি।

You might also like!