kolkata

1 year ago

Dilip Ghosh: "ওয়াইন বারগুলো কেন বন্ধ হবে না", প্রশ্ন দিলীপ ঘোষের

"Why won't wine bars close", asks Dilip Ghosh
"Why won't wine bars close", asks Dilip Ghosh

 

কলকাতা, ৩ ডিসেম্বর : শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা।এ বার এ বিষয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।শনিবার তিনি প্রশ্ন করেন, “ওয়াইন বারগুলো কেন বন্ধ হবে না“ হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক। অভিযোগ করেছেন মেয়র ফিরহাদ হাকিমের। শীঘ্রই প্রকাশ করা হবে হুক্কাবার বন্ধের বিজ্ঞপ্তি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এদিন নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে বলেন, "শুধু হুক্কা বার কেন? ওয়াইনবার গুলো বন্ধ হবে না? হুক্কাবার থেকে কী দুষ্কর্ম ছড়াচ্ছে জানিনা। কিন্তু পাড়ায় পাড়ায় ঠেক খুলে দিয়েছেন। বাড়িতে বাড়িতে মারপিট। পাড়ায় পাড়ায় মারপিট। কারণ ওয়াইন বার থেকে পয়সা আসছে। হুক্কাবার থেকে আসছে না হয়তো। তাই বন্ধ করে দিচ্ছেন।"

প্রসঙ্গত, মেয়র জানিয়ে দিয়েছেন, "হুক্কাবারের আর লাইসেন্স দেব না। যাদের দিয়েছি, তাঁদের ক্যানসেল করে দেওয়া হবে। নতুন করে আর লাইসেন্স দেওয়া হবে না।" এমনকি, হুক্কার সঙ্গে নেশার সামগ্রী মেশানো হচ্ছে বলেও, অভিযোগ আসছে। ফিরহাদ হাকিম এও বলেন, "এই রেস্টুরেন্টে খারাপ জিনিস হচ্ছে। যে কেমিক্যাল ব্যবহার হচ্ছে সেই ধোঁয়াটা হেলথের পক্ষে ক্ষতিকর। আমার কাছে প্রমাণ নেই, তবে অভিযোগ উঠছে কোথাও কোথাও নেশার জিনিস মেশানো হয়েছে। যাতে বারবার যেতে বাধ্য হচ্ছে।" যার জেরে হুক্কা বার বন্ধের সিদ্ধান্ত কলকাতা পুরসভার।

You might also like!