kolkata

1 year ago

Rashid Khan: রাশিদ খানের গাড়ির বিরুদ্ধে দু'বছরে ২০টি অভিযোগ, দাবি ট্রাফিক পুলিশের

Traffic police claims 20 complaints against Rashid Khan's car in two years
Traffic police claims 20 complaints against Rashid Khan's car in two years

 

কলকাতা, ৯ ডিসেম্বর : ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়েছেন সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। ট্রাফিক আইনভঙ্গ সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর গাড়ির বিরুদ্ধে। তাঁকে পুলিশি হেনস্তার বিতর্কের মাঝেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের দাবি, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত ২০টি ট্রাফিক আইনভঙ্গের অভিযোগ রয়েছে তাঁর বিলাসবহুল গাড়ির বিরুদ্ধে। সেই অভিযোগের এখনও পর্যন্ত কোনও নিষ্পত্তি হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩টি ওভার স্পিড, বেপরোয়াভাবে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম ভাঙা ও নো পার্কিং জোনে গাড়ি রাখা সহ মোট ২০টি মামলা রয়েছে ওই শিল্পীর গাড়ির বিরুদ্ধে। এই মামলাগুলির একটিতেও কোনও জরিমানা দেননি গায়ক রাশিদ খান, এমনই দাবি ট্রাফিক পুলিশের।

রশিদ খানের গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ ঘিরে হইচই চলছে। শিল্পীর পরিবারের দাবি, অতি সম্প্রতি ট্রাফিক পুলিশকে ঘুষ না দেওয়ায় চালককে আটক করা হয়েছিল। পরে রশিদ খানকেও থানায় ডেকে পাঠানো হয়। তিনি থানায় যাওয়ার পর ওই চালককে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, মদ্যপান করে রাশিদ খানের গাড়ি চালক রঞ্জিত ওঝা গাড়ি চালাচ্ছিলেন। তাই তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, এই রশিদ খানের চালকের বিরুদ্ধে গত মে মাসেও নেশা করে গাড়ি চালানোর মামলা হয়েছিল। শুক্রবার নতুন করে এই চাঞ্চল্যকর তথ্য হাতে আশায় বিতর্ক আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার এই টানাপড়োন কত দূর পর্যন্ত গড়ায়।

You might also like!