kolkata

1 year ago

West Bengal Legislative Assembly : নজির স্থাপন করে শাসক এবং বিরোধীরা একযোগে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বাংলার সমস্যা নিয়ে

West Bengal Legislative Assembly
West Bengal Legislative Assembly

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যেখানে উন্নয়নের জন্য শাসক-বিরোধী একত্রে কাজ সেখানে উন্নতি তো অবশ্যই আসবে। রাজ্যে শাসক এবং বিরোধী দল এই প্রথম কোনও বিষয়ে সহমত পোষন করল, শুধু তাই নয় উন্নয়নের স্বার্থে মোদির দুয়ারে যৌথ ভাবে হাজির হবার সিদ্ধান্ত ও নিয়েছেন তারা।  

মঙ্গলবার নদী ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব বিধানসভায় পেশ করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই প্রস্তাব সমর্থন করলেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগগা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শাসক এবং বিরোধীরা এক সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে যাবে। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই নিয়ে কথা বলে শাসক শিবিরকে জানাবেন মনোজ টিগগা। শাসকদলের কোন কোন বিধায়ক প্রতিনিধি হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, তা ঠিক করার দায়িত্ব শোভনদেবকে দিয়েছেন স্পিকার। অন্যদিকে বিরোধী দলের প্রতিনিধিদের নাম জানাবেন মনোজ। 

এর মধ্যে মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম প্রস্তাব দিয়েছেন, নদী ভাঙন নিয়ে যখন সর্বদলীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি জানাতে যাবে, তখন পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টিও যেন তোলা হয়। তাঁর অনুরোধ, নাম বদল নিয়ে কেন্দ্রের অনুমোদনের জন্য অনুরোধ করুক প্রতিনিধি দল। 

You might also like!