kolkata

1 year ago

Indian Navy: রাজ্য সরকারের সহযোগিতায় এবার মিউজিয়াম তৈরির উদ্যোগ নিচ্ছে নৌসেনা

The Navy is taking the initiative to build a museum with the help of the state government
The Navy is taking the initiative to build a museum with the help of the state government

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকারের সহযোগিতায় একটি সংগ্রহশালা নির্মাণের সিধান্ত নৌসেনার। জানা গিয়েছে, নিউটাউনে রাজ্য সরকারের উদ্যোগে নৌবাহিনীর বিমানের প্রদর্শন ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। আগে এটি শুধু দেখা যেত ভাইজাগে। এখন নিউটাউনে এসেই বিমানের ভিতরে প্রবেশ করে তার যাবতীয় যন্ত্রাংশ ও বিমান চালানোর পদ্ধতি দেখতে পারছেন আমজনতা। এই সাফল্যের পর এবার নিউ টাউনে মিউজিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে নৌসেনা। প্রাথমিকভাবে রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে রাজ্যের নৌসেনা কর্তাদের। জানা গিয়েছে, রাজ্য সরকার মিউজিয়ামের বাড়ি তৈরি করে দেবে। কত তলা বাড়ি হবে এবং ক’টি ঘরে প্রদর্শনীর বস্তুগুলি রাখা হবে, তা নিয়েও চলছে উভয়পক্ষের আলোচনা। নৌসেনার আধিকারিকদের মতে, কলকাতার বিভিন্ন জেলার কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা এই মিউজিয়াম দেখার পর নৌবাহিনীতে যোগ দিতে উৎসাহ পাবে। জানা গিয়েছে, কলকাতা বন্দরের কাছ থেকে অতিরিক্ত কিছুটা জমি নৌসেনা পায়। সেখানেই পরিষ্কার ও খোঁড়াখুঁড়ি করতে গিয়ে দেখা যায়, মাটির তলায় রয়েছে কামানগুলি। চারটি কামান তোলা হয়। 

যদিও ব্রিটিশরা কামানগুলি যুদ্ধের কাজে লাগিয়েছিল কি না, সেটা এখনও জানা যায়নি। তবে কোনও কারণে এগুলি জাহাজ থেকে নামানো অথবা ব্যবহারের পর গঙ্গার ধারে রাখা হয়। এর পর পলিমাটিতে ডুবে যায় কামানগুলি। চারটি কামান উদ্ধারের পর দু’টি কলকাতার নৌসেনা ঘাঁটি আইএনএস নেতাজি সুভাষ-এর নতুন ভবনে মূল দরজার সামনে রাখা হয়েছে। বাকি দু’টি রাখা হয়েছে নির্মীয়মাণ ভবনের লাগোয়া জায়গায়। 

You might also like!