কলকাতা, ২০ জানুয়ারি : মহানগরী কলকাতায় তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জন্য হালকা শীতেই খুশি থাকতে হচ্ছে শহর ও শহরতলিকে। আগামী বুধবারের পর ফের বাড়তে পারে তাপমাত্রা, বুধবার থেকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তাই বাড়বে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কিছু দিন তাপমাত্রা খুব বেশি কমার অথবা বাড়ার সম্ভাবনা নেই। মনোরম ও হালকা ঠান্ডাই থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম।