kolkata

1 year ago

Calcutta Medical College Hospital : ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা কলকাতা মেডিক্যাল কলেজে, বিঘ্নিত পরিসেবা

Calcutta Medical College
Calcutta Medical College

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ, নির্বাচন স্থগিত করে দেওয়া নিয়ে সোমবার রাত থেকে অশান্তির সূত্রপাত। ২৬ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু, তা স্থগিত করে দিয়েছে স্বাস্থ্যভবন। ঐ দিন রাত থেকে চলছে বিক্ষোভ প্রদর্শন।  

হাসপাতালের অধ্যক্ষ-সহ বিভিন্ন বিভাগীয় প্রধানকে আটক করে রেখেছেন বিক্ষোভকারীরা। এর ফলে বিপাকে পড়ছেন রোগীর পরিজন। প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না বলে ইট দিয়ে তালা ভেঙে প্রশাসনিক ব্লকের ভিতরে ঢোকার চেষ্টা করেছেন রোগীর আত্মীয়রা। তাঁদের দাবি, ওয়ার্ডে রোগীদের প্রয়োজনীয় ওষুধ পৌঁছচ্ছে না, সকাল থেকে হাসপাতালের প্যাথলজি, এক্সরে এবং বায়োকেমিস্ট্রি বিভাগ বন্ধ। স্থগিত কিছু অস্ত্রোপচারও বলে দাবি রোগীর পরিজনদের। এই ঘটনায় পুলিশের তরফ থেকেও কোনও সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে হাই কোর্টে মামলা করেছেন এক রোগীর আত্মীয়।  

মঙ্গলবার সকালে কিছু রোগীর পরিবারকেও সুপারের ঘরের সামনে হাজির হতে দেখা গিয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য কিছু কাগজপত্রে সুপারের সই লাগবে, সেগুলি নিয়েই সুপারের ঘরের সামনে অপেক্ষা করেছেন তাঁরা। এমনকি, ইট দিয়ে গেটের তালা ভাঙতে দেখা যায় রোগীর পরিজনদের। তালা ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকতে চান তাঁরা। কিন্তু পরে বিক্ষোভকারীরা আবার চেন দিয়ে গেট আটকে দেন। 

বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে দু’জন ছাত্র অসুস্থও হয়ে পড়েছিলেন বলে দাবি করেছেন ঘটনাস্থলে উপস্থিত এক বিক্ষোভকারী। বিক্ষোভ দেখাতে শামিল হয়েছেন হাসপাতালের ইন্টার্নরাও। ঘটনাস্থলে উপস্থিত আরও এক বিক্ষোভকারীর দাবি, যাঁদের ডিউটি নেই, তাঁরাই বিক্ষোভে শামিল হচ্ছেন। পরিষেবার কোনও গাফিলতি হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি।


You might also like!