kolkata

1 year ago

'Smart Meter' Service : রাজ্যে চালু হতে চলেছে 'স্মার্ট মিটার' পরিষেবা

'Smart Meter' service is about to be launched in the state
'Smart Meter' service is about to be launched in the state

 

কলকাতা, ৩০ নভেম্বর  : ‘স্মার্ট মিটার’-এর মাধ্যমে এ বার থেকে অফিসে বসেই বিদ্যুৎ দফতরের কর্মীরা গ্রাহকের বিদ্যুতের ব্যয় সংক্রান্ত তথ্য জানতে পারবেন। রাজ্য বিধানসভায় এমনটাই জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো হবে ‘স্মার্ট মিটার’। এতে বিদ্যুৎ দফতরের কাজে সুবিধা হবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ৬০ শতাংশ অর্থ দেবে, রাজ্য সরকারের তরফে ব্যয় করা হবে আরও ৪০ শতাংশ অর্থ। মোট ১১ কোটি ৮৯ লক্ষ টাকা এই প্রকল্পে খরচ হবে বলেও জানান বিদ্যুৎমন্ত্রী। বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্যে বিদ্যুৎ দফতরের ২ কোটি ২০ লক্ষ গ্রাহক আছে। সিইএসসি-র গ্রাহক ৩৩ লক্ষ। এই প্রকল্পের আওতায় রাজ্যে ৮৭টি সাব স্টেশন তৈরি করা হবে।

You might also like!