Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

kolkata

3 years ago

Weather Forecast : নিম্নচাপ শক্তি হারালেও বৃষ্টি চলবে, চাষে ঘাটতি মিটবে না, থাকছে সতর্কতা

Rains will continue even if low pressure loses its strength
Rains will continue even if low pressure loses its strength

 

কলকাতা : নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। একটি সাধারণ নিম্নচাপ রূপে পূর্ব মধ্যপ্রদেশে বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এই নিম্নচাপ সরে গেলেও পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি চলবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে। এছাড়া হাওড়া ও কলকাতার কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টি চলবে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামিকাল থেকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টি হবে। আবার ১৪ অগাস্ট, দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে যদিও খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কয়েকদিন, জানাচ্ছে হাওয়া অফিস।

মৎস্যজীবীদের ১১ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর ফলে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এই বৃষ্টিতে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির ঘাটতি কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে।


You might also like!