Breaking News
 
Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ

 

kolkata

3 years ago

Weather Forecast : নিম্নচাপ শক্তি হারালেও বৃষ্টি চলবে, চাষে ঘাটতি মিটবে না, থাকছে সতর্কতা

Rains will continue even if low pressure loses its strength
Rains will continue even if low pressure loses its strength

 

কলকাতা : নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। একটি সাধারণ নিম্নচাপ রূপে পূর্ব মধ্যপ্রদেশে বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এই নিম্নচাপ সরে গেলেও পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি চলবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে। এছাড়া হাওড়া ও কলকাতার কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টি চলবে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামিকাল থেকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টি হবে। আবার ১৪ অগাস্ট, দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে যদিও খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কয়েকদিন, জানাচ্ছে হাওয়া অফিস।

মৎস্যজীবীদের ১১ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর ফলে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এই বৃষ্টিতে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির ঘাটতি কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে।


You might also like!