kolkata

1 year ago

Price Hike: দাম বাড়ল চালের, নাভিঃশ্বাস ক্রেতাদের

price of rice increased, the buyers breathed sigh of relief
price of rice increased, the buyers breathed sigh of relief

 

কলকাতা, ২৭ নভেম্বর : দাম বাড়ল চালের। বেড়েছে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা। চাল কিনতে নাভিঃশ্বাস উঠছে ক্রেতাদের। অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম। দেরাদুন বা ভিন রাজ্যের বাসমতি চালের দাম প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। মিনিকিট কেজি প্রতি দাম ছিল ৪০ টাকা, হয়েছে ৪৫ টাকা। মোটা চাল কেজি প্রতি দাম ছিল ২৮ টাকা, হয়েছে ৩৪ টাকা। রত্না দাম ছিল কেজি প্রতি ৩০ টাকা, হয়েছে ৩৬ টাকা। দুধের সর দাম ছিল কেজি প্রতি ৪৫ টাকা, হয়েছে ৫২ টাকা । বাঁশকাঠি দাম ছিল কেজি প্রতি ৫০ টাকা হয়েছে ৬০ টাকা । বাসমতি দাম ছিল কেজি প্রতি ৬০ টাকা, হয়েছে ৭০ টাকা । গোবিন্দভোগ দাম ছিল কেজি প্রতি ৯০ টাকা, হয়েছে ১০০ টাকা।

You might also like!