কলকাতা, ২৩ মে (হি.স.): আন্দোলনে নামা চাকরিহারা কোনও শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তাদের আপাতত ‘ধীরে চলো’ নীতি নিয়ে চলতে হবে। এমন ব্যবহার করতে হবে, যাতে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান বজায় থাকে। দু’দিন ধরে চলা শুনানির পরে শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই সঙ্গে আদালত এ-ও জানিয়েছে, শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি বলেন, সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু টাঙিয়ে দেবে। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসন। একইসঙ্গে হাইকোর্টের নির্দেশ, মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিস জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না।