kolkata

1 year ago

Anubrata Mondal : অনুব্রতর লটারি তদন্তে নয়া মোড়

Anubrata Mondal
Anubrata Mondal

 

বীরভূম, ২৪ নভেম্বর : গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে আদালতে হাজির করানো হবে শুক্রবার। তার আগেই বৃহস্পতিবার লটারি-রহস্য নতুন মোড় নিল।

গত জানুয়ারি মাসে প্রথম বার অনুব্রতের লটারি জেতার বিষয়টি প্রকাশ্যে আসে। সেই সময় একটি জনপ্রিয় লটারি সংস্থার ওয়েবসাইটে ১ কোটি টাকার লটারির বিজেতা হিসাবে অনুব্রতের নাম এবং ছবিও দেখা যায়। অনুব্রত নিজে অবশ্য লটারি জেতার কথা কখনও স্বীকার করেননি।

সিবিআই মনে করছে, বড়শিমুলিয়ার বাসিন্দা নুর-ই আসলে এক কোটি টাকার লটারির টিকিট জিতেছিলেন। কিন্তু পরে সেই টিকিট যায় অনুব্রতের হাতে। আর তা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নুরকে নোটিস দিয়েছিল সিবিআই। আবার বৃহস্পতিবারই তলব করা হয়েছিল ‘গাঙ্গুলি লটারি’র মালিক বাপিকেও। নুর এবং বাপিকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে।

সিবিআইয়ের দাবি, লটারিতে এক কোটি টাকা পেয়েছিলেন নানুরের বড়শিমুলিয়া গ্রামের বাসিন্দা নুর আলি। সেই নুরকে বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজেদের অস্থায়ী দফতরে তলব করে সিবিআই।

শান্তিনিকেতনে সিবিআইয়ের অস্থায়ী শিবিরের সামনে দাঁড়িতে নুরের বাবা কটাই শেখ অভিযোগ করেছেন, তাঁর ছেলের পাওয়া লটারি চাপ দিয়ে কিনে নিয়েছিল তৃণমূল। কটাইয়ের দাবি, ‘‘আমার ছোট ছেলে নুর লটারিতে টাকা পেয়েছিল। সেই লটারির টিকিটটি নিতে বাইরে থেকে অনেক লোক এসেছিল আমাদের বাড়িতে। তারা তৃণমূল করে। টিকিট কেড়ে নেওয়ার জন্য আমাকে ৭ দিন খেতে দেয়নি। আমি বাড়িছাড়া হয়ে গিয়েছিলাম।“ তিনি দাবি করেছেন, তাঁর ছেলের কাছ থেকে লটারির টিকিট কিনে নিয়েছিলেন তৃণমূলের নেতারা।

‘গাঙ্গুলি লটারি’র মালিক বাপি গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, ৮৩ লক্ষ টাকায় নুরের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল ১ কোটি টাকার ওই লটারি। বাপির বক্তব্য, ‘‘৮৩ লক্ষ টাকা দিয়ে লটারির টিকিট কেনা হয়েছিল। আমাকে শুধু মাত্র বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন আমাকে বাহিরিগ্রামে নিয়ে গিয়েছিল। লটারির টিকিটটি মিলিয়ে নেওয়ার জন্য সেখানে বাহিরি গ্রামের পঞ্চায়েত প্রধান ভজন ছিলেন। এর বাইরে আমি কিছু জানি না। আমার কাছে সিবিআই তথ্য নিচ্ছে। আমি দিচ্ছি।’’


You might also like!