kolkata

4 months ago

Metro service :পুজোর আগে সাপ্তাহিক ছুটির দিনগুলোয় মেট্রোয় বাড়তি ট্রেন

Metro Service
Metro Service

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজোর আগে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় সামাল দিতে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে।

পরপর দুটি শনিবার ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৬২টি ট্রেন চালাবে। তার পরের দুটি শনিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর তারিখে ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৮৮টি ট্রেন চালাবে কলকাতা মেট্রো। এছাড়া পুজোর আগে রবিবারগুলিতে ১৩০ টি মেট্রোর বদলে রোজ ১৯৬টি ট্রেন চলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


You might also like!