Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

kolkata

11 months ago

Mamata Banerjee: 'কেউ নেতা নন, সবাই সহকর্মী',একুশের সমাবেশের আগে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ দিবস। শনিবার এই একুশে জুলাই এর প্রস্তুতি দেখতে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার সন্ধ্যা ছটায় একুশে জুলাইয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে দলীয় নেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ছিলেন তিনি । ধর্মতলা থেকে ফেরত যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন দলনেত্রী সেখানেই তাঁর বার্তা । একুশে জুলাইয়ের প্রস্তুতিতে এখানে যারা আছেন, তারা সকলেই কর্মী নেতা কেউ নন।

খুব স্বাভাবিকভাবেই দলনেত্রী হলেও তিনিও যে মানুষের কর্মী সে কথাই এদিনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বলেন, "21 জুলাইয়ের আন্দোলনে যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের সম্মানে এই দিনটি পালন করি । তাঁদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি । আর আমাদের যত নির্বাচন হয়, তার ফলের পর মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাতে এই দিনটিকে বেছে নিই । তিনি জানান, দলের তরফে মঞ্চ ছাড়া একুশে জুলাইয়ে কিছুই করা হয় না । দলীয় কর্মী-সমর্থকরা নিজেরাই নিজেদের টানে ছুটে আসেন বিভিন্ন জেলা থেকে। এখানেই তাঁর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা, "আমাদের এখানে কেউ নেতা নন, সবাই কর্মী ।"

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসব কথা বলছেন, তখন তাঁর পাশে ছিলেন সায়নী ঘোষ, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেখানেই একে একে নেতারা এসে নেত্রীকে প্রণাম করেন । তিনিও সকলের সঙ্গে কথা বলেন । দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলে বেশ কিছু নোট করে নেন নেত্রী ।

প্রসঙ্গত, একুশে জুলাই এর সবচেয়ে বড় চমকের কথাটা এদিন সকালেই জানা গিয়েছিল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখেই সেই খবরের বাস্তবতা স্বীকার করে নেন । তিনি বলেন, "আমরা প্রতিবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এবার আবহাওয়া ভাল থাকলে অখিলেশ আসবে । ওঁকে আমি নিজে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আরও বলেন, ২১-র সভা শুধু রাজনৈতিক নয়, বাংলা তথা দেশের অস্তিত্ব এবং বাংলা-মাকে রক্ষা করার সভাও।এদিন রেল নিয়ে ধর্মতলায় দাঁড়িয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, "রেলের কথা তো সকলেই জানেন! ওদের ১৫ দিন আগে অনুরোধ করা হয়েছিল যাতে এই দিনটায় ট্রেন কোনওভাবে বাতিল করা না হয়। আশা করব, রবিবার রেল পরিষেবা ঠিক থাকবে ।" প্রসঙ্গত, গত কয়েকদিনে বারবার রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে তৃণমূল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও এই অভিযোগ পাওয়া গিয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী মুখে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।

You might also like!