Breaking News
 
এসআইআর ঘোষণার আগে বড় রদবদল, দশ জেলাশাসক-সহ ১৭ জন আমলাকে বদলি করল রাজ্য প্রশাসন Bangladesh: পাক জেনারেলকে উপহার দেওয়া মানচিত্রে কেন ভারতের ‘৭ বোন’? ইউনুসের কীর্তিতে ফের কূটনৈতিক তরজা! Shantanu Thakur:এসআইআর-এর মধ্যেই CAA অস্ত্র শান্তনুর হাতে, মতুয়া ভোট নিয়ে বাড়ছে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্বেগ? Howrah Municipal Corporation:হাওড়ার মুখ্য পুরপ্রশাসকের হঠাৎ পদত্যাগের ইচ্ছা! ফিরহাদকে চিঠি দিয়ে কারণ জানালেন 'ব্যক্তিগত সিদ্ধান্ত' Chief Justice of India:কেন্দ্রকে বিচারপতি সূর্য কান্তের নাম প্রস্তাব করলেন CJI গাভাই, তিনিই হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি Bihar:তেজস্বীর প্রতিশ্রুতির জবাব! উপমুখ্যমন্ত্রী সম্রাটের কড়া আক্রমণ: "লালুকে চোর হিসাবেই জানে বিহার"

 

kolkata

3 years ago

Mamata Banerjee indicated to every district: পঞ্চায়েতে চুরি দেখলেই FIR করার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee indicated to every distric
Mamata Banerjee indicated to every distric

 

এবার দুর্নীতি রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। একশো দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে ‘অনিয়মের’ অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তিতে জেলাপ্রশাসনকে কড়া নির্দেশ নবান্ন তরফে। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিন দুয়েক আগে পাঠানো চিঠিতে জেলাশাসকদের কাছে স্পষ্ট বার্তা গিয়েছে যে, পঞ্চায়েতের কাজকর্মে অনিয়ম-বেনিয়মের জন‌্য দায়ী ব‌্যক্তিদের চিহ্নিত করতে হবে, তছরুপ হয়ে থাকলে সেই টাকা উদ্ধার করতে হবে। প্রয়োজনে থানায় এফআইআর করতে হবে।জেলাপ্রশাসনকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে প্রধানত দু’টি প্রকল্পের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তার অন্যতম হল, একশো দিনের কাজ প্রকল্প। নোটিসে বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় গত এপ্রিল মাস পর্যন্ত যাদের জব কার্ড দেওয়া হয়েছে, তাদের নাম অবিলম্বে জেলা পোর্টালে তুলতে হবে। এ ব্যাপারে পূর্ব বর্ধমান, হাওড়া, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, কোচবিহার, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, যে ক্ষেত্রে একশো দিনের কাজ প্রকল্পে হিসাব দেখিয়েও কাজ হয়নি, অর্থাৎ ভুয়া খরচ দেখিয়ে টাকা তোলা হয়েছে, সেখানে অবিলম্বে সেই টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। এজন্য এফআইআর করা, শৃঙ্খলা লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়া ইত্যাদি সব ধরনের পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!