kolkata

1 year ago

Winter Care : শীত পড়তেই ত্বকের জৌলুস হারিয়েছেন? টমেটোর গুনে হবে মুশকিল আসান

Winter Care
Winter Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকচর্চায় ভিটামিন সি এর ভূমিকা কত খানি তা আমাদের সকলেরই কম বেশী জানা আছে, ভিটামিন সি-র ন্যাচারাল সোর্স হল লেবু ও টমেটো । মোটামুটি ভাবে সকলেরই সবজির ঝুড়িতে টমেটো তো থাকেই, আর এই সবজিতেই ফিরবে আপনার ত্বকের হাল। 

টমেটোতে উপস্থিত পটাশিয়াম ও ভিটামিন সি,গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে।  

জেনে নিন কিভাবে টোম্যাটোর গুনে ত্বকের হাল ফিরতে পারে -

১/ কাঁচা টমেটোর রস মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেলচিটে ভাব দূর হবে এবং ত্বক মসৃণ ও পরিষ্কার হবে।  

২/ ত্বকের অবাঞ্ছিত ছিদ্র ও ব্ল্যাক হেডস দূর করে টমেটোর রস। অর্ধেক টমেটো নিয়ে মুখে ঘসে লাগিয়ে অন্তত ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।ভাল ফল পাবেন। 

৩/ ত্বকে কে উজ্জ্বল করতে ও দাগ দূর করতে টমেটোর পাল্প ও এক চা চামচ তাজা পুদিনা পাতা বাটার সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। 

৪/ রোদে পোড়া দাগ তুলতে টমেটোর জুরু মেলা ভার, টমেটোর রসের সঙ্গে বাদাম দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। ত্বকের পোড়া ভাব দূর হবে। 

৫/ ত্বকের তারুন্য ও টানটান ভাব বজায় রাখতে, শসার রস ও একটা টমেটোর রস ভালোভাবে মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। 


You might also like!