kolkata

20 hours ago

Lorry hits car on Belgharia Expressway: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরির ধাক্কা গাড়িতে, গুরুতর আহত ৩ জন

Lorry hits car on Belgharia Expressway
Lorry hits car on Belgharia Expressway

 

কলকাতা, ২৪ জানুয়ারি : বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল একটি গাড়ি। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। আটক করা হয়েছে লরির চালককে। শুক্রবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল একটি অ্যাপ ক্যাব গাড়ি।

আচমকা পিছন থেকে ক্যাবটিকে ধাক্কা মারে একটি বালি ভর্তি লরি। লরিটি দ্রুত গতিতে থাকায় একেবারে দুমড়ে-মুচ়ড়ে যায় ক্যাবটি। ভিতরে থাকা দুই যাত্রী ও চালক গুরুতর জখম হন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


You might also like!