kolkata

10 months ago

Kolkata News : রবীন্দ্র সরোবরে ছট পুজ নিষিদ্ধ করল পরিবেশ আদালত

Rabindra Sarobar ( file Picture)
Rabindra Sarobar ( file Picture)

 

  দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক  : রবীন্দ্র  সরোবরে ছট পুজো নিষিদ্ধ করলো পরিবেশ আদালত । সেখানে কোনভাবেই যাতে ছট পুজো  না হয় সেই ব্যাপারে আদালত নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে । এই নিয়ে আগে বিতর্ক হওয়ার পরেও আবার নতুন করে বিতর্কের জালে পড়ল রবীন্দ্র সরোবর। এছাড়াও সম্প্রতি পরিবেশ দপ্তর জানিয়েছেন সরোবরে যেকোনো পুজো ও অনুষ্ঠান নিষিদ্ধ করা হলেও পরিবেশ দপ্তর থেকে জানানো হয়  সেখানে আনুমতি নিয়ে যজ্ঞ করা যাবে। ঘটনা সূত্রে জানা যায় গত ৩০ এপ্রিল সরোবর দেখাশোনার জন্য আবেদন করেছিল ‘কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি’-র কাছে এক স্বেচ্ছাসবী সংস্থা।কিন্তু সেই আবেদন তারা আগ্রাহ্য  করে । সেই সূত্রে যজ্ঞ করা নয়ে আদালতের  কাছে মামলা করে এক স্বেচ্ছাসবী সংস্থা। আদালতে সংস্থাটি ‘ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট’, ‘জার্নাল অব এপিলেপ্সি রিসার্চ’-এর গবেষণাপত্রের রিপোর্ট পেশ করে।

সেই রিপোর্ট অনুযায়ী জানা যায়  যজ্ঞের ধোঁয়া জীবাণুনাশের পাশাপাশি শ্বাসযন্ত্র ভাল রাখতে সাহায্য করে। পরিবেশকর্মী সুভাষ দত্ত  ২০১৭ সালে আদালতের নির্দেশে গঠিত ২০ জন সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি ২৮৫ পাতার এক রিপোর্ট দাখিল করেছিল যে সরোবরে এ কোনও পুজো, পিকনিক বা কোন সামাজিক অনুষ্ঠান করা যাবে না । এই দুশন নিয়ে প্রায় ২০০০ এরও বেশি রিপোর্ট পড়ে আছে আদালতের কাছে । এর পরেও সেখানে যজ্ঞের আবেদন করা হয়েছে , এই কথা শুনে সুভাষ দত্ত জানিয়েছেন যে এই মামলা এবার সুপ্রিম কোর্ট এ দায়ের করা হবে। আমরা সবাই জানি যে সরোবরে সমস্ত রকম পুজো নিষিদ্ধ। আর যজ্ঞের ধোঁয়ার ফলে পরিবেশ দূষণ হয় আর সেই দূষণ যাতে না হয় সেটা প্রমান করার  জন্যই সুভাষ দত্ত এই মামলা করে আদালত এর কাছে ।  

You might also like!