kolkata

1 year ago

Abhijit Gangopashyay : হাই কোর্টে শিক্ষাসচিবকে জেরা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Justice Gangopadhyay examined Education Secretary High Court
Justice Gangopadhyay examined Education Secretary High Court

 

কলকাতা, ২৫ নভেম্বর  : অবৈধ উপায়ে চাকরিপ্রাপকদের চাকরি যাবে না এবং নতুন করে শূন্যপদ পূরণ করা হবে, এ কথা কে বলেছিলেন? এই কাজ করার আগে কোনও আইনি পরামর্শ নিয়েছিলেন? শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে শিক্ষাসচিব মণীশ জৈন জানান, মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় অবৈধের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নিয়েছে, তার নোট দেখাতে বলেন। প্রশ্ন করেন, আপনার কি মনে হয় অবৈধদের চাকরি বাঁচানোর জন্য কোনও মন্ত্রিসভা বৈঠক করতে পারে? এটা একটা রাজ্যের শাসননীতি?

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ”আমি এটাই বোঝার চেষ্টা করছি, রাজ্যের মন্ত্রিসভা কী ভাবে অবৈধ চাকরি প্রাপ্যদের চাকরি রক্ষা করতে পারে? এমনকি এ নিয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে! মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কি ভারতীয় সংবিধানের পরিপন্থী নয়? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শুধু এ রাজ্যের নয় গোটা দেশের পক্ষে বিপজ্জনক। গণতান্ত্রিক পদ্ধতি যদি সঠিক ব্যক্তির হাতে না যায়, তবে তার উন্নতি সম্ভব নয়। রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্তের নোট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুরক্ষিত ভাবে গচ্ছিত থাকবে।

You might also like!