kolkata

1 year ago

Kolkata Weather: নয়া সপ্তাহেই পড়বে জাঁকিয়ে শীত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে

temperature will be slightly cooler
temperature will be slightly cooler

 

কলকাতা, ২৭ নভেম্বর : নভেম্বরের শেষ সপ্তাহে কিছুটা কমল তাপমাত্রা। শনিবার খানিক পারদ পতন হলেও ফের এক ডিগ্রি বাড়ল তাপমাত্রা। রবিবাসরীয় সকালে শিরশিরে হাওয়ার স্পর্শে রাজ্যবাসী এখন উষ্ণতার খোঁজে। চলতি সপ্তাহেই নভেম্বরের শীতলতম দিনের সাক্ষী হয়েছে বাংলা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস (আগেরদিন ছিল ১৬.৭ সেলসিয়াস),যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে বাধাহীনভাবে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আর সেই নিম্নমুখী পারদ। যদিও পারদ পতন এখনও নিরবিচ্ছিন্ন নয়। সেজন্য ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে ঠান্ডা। শুক্রবারের পর শনিবার তাপমাত্রা কমলেও রবিবার ফের এক ডিগ্রি বাড়ল পারদ। শনিবার পারদ ১৬-এর ঘরে ঘোরাফেরা করলেও রবিবার এদিন তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে দাঁড়িয়ে ১৭। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি।

You might also like!