kolkata

1 year ago

Abhishek Banerjee : শান্তিকুঞ্জের কাছে অভিষেকের সভা, হাই কোর্টে শুভেন্দু

Inauguration meeting near Shantikunj
Inauguration meeting near Shantikunj

 

কলকাতা, ১ ডিসেম্বর  : শুভেন্দু অধিকারীর বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা আসলে অধিকারীর পরিবারকে হেনস্তা করার ছক, এমনই অভিযোগ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। মামলা করার অনুমতি মিলেছে। বৃহস্পতিবার দুপুরেই হবে মামলার শুনানি।

৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করবেন অভিষেক। এনিয়েই আপত্তি জানিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু। তাঁর অভিযোগ, অধিকারীদের কাঁথির বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা তৃণমূলের। যা আসলে পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা। পুলিশ সুপার এবং ওসিকে বলে কোনও লাভ হয়নি বলেও অভিযোগ অধিকারীর।

অভিষেকের সভাস্থল নিয়ে গোড়া থেকে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের অন্দরে টানাপড়েন ছিল। প্রথমে সভাস্থল হিসেবে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে খুঁটিপুজো করেছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ মাইতি, জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক প্রমুখেরা। এর পর মঞ্চ বাঁধার কাজও শুরু হয়ে যায়। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অখিল গিরি বা তাঁর ছেলে জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরিকে দেখা যায়নি।

এর পর ২৩ নভেম্বর নতুন করে সভাস্থল হিসেবে খুঁটিপুজোর আয়োজন করা হয় কাঁথির কলেজ মাঠে। যেখানে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সুপ্রকাশ-সহ জেলা তৃণমূল নেতৃত্ব। কাঁথির কলেজ মাঠের ওই সভাস্থলের অদূরেই অধিকারী পরিবারের বাড়ি।


You might also like!