kolkata

1 year ago

Abhishek Banerjee : ''আমার বাড়িতে অভিষেকে চা খেতে এলে খুশিই হব'', মন্তব্য দিব্যেন্দু অধিকারীর

Abhishek Banerjee -Suvendub Adhikari
Abhishek Banerjee -Suvendub Adhikari

 

কলকাতা, ২৬ নভেম্বর  : শোনা যাচ্ছে শিশির-শুভেন্দুর বাড়িতে ‘চায়ে পে চর্চা’ করতে আসতে পারেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! তাঁর কথায়, ‘‘আমার বাড়ির দোরগোড়ার সভায় আছে (অভিষেকের)। এলে আমি চা খেতে আসতে বলব। উনি এলে খুশিই হব।’’

বিধানসভায় শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আচম্বিত ‘সৌজন্য সাক্ষাৎ’ নিয়ে চর্চা তুঙ্গে। ২৪ ঘণ্টাও কাটেনি। এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাঁথির ‘শান্তিকুঞ্জ’-এ চায়ের আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা রয়েছে অভিষেকের। বস্তুত শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়া ইস্তক কাঁথিতে এ নিয়ে তৃতীয় বার সভা করবেন অভিষেক। এ বার যেখানে সভা হবে, সেই কাঁথি প্রভাত কুমার কলেজ ময়দান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ মাত্র ২০০ মিটার দূরে। গত দু’বারই অধিকারী পাড়ায় দাঁড়িয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক। তার প্রত্যুত্তরে ঝাঁঝালো জবাব এসেছে নন্দীগ্রামের বিধায়কের তরফেও। এ বার সেই অধিকারী বাড়িতেই চায়ের নিমন্ত্রণে যাবেন অভিষেক? প্রশ্ন উঠেছে নানা মহলে।

You might also like!