kolkata

1 year ago

Partha Chatterjee : নয়া আবদার পার্থর, স্নানের সময় আলাদা লোক চাই

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ২২ নভেম্বর : স্নানের সময় জল তুলে গায়ে ঢেলে দেওয়ার লোক চাই। জেলে আবার নয়া আবদার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।তাঁর একের পর এক আবদারে নাজেহাল জেল কর্তৃপক্ষ।

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। জেল সূত্রের খবর, এবার পার্থ আবদার করেছেন তার সেলের সামনে বড় প্লাস্টিকের ড্রামে জল রাখা থাকে। এত দিন নিজেই মগ দিয়ে ড্রাম থেকে জল তুলে স্নান করতেন। এখন তাঁর দাবি, স্নানের সময় লোক দিতে হবে, যিনি সেই ড্রাম থেকে জল তুলে তাঁর গায়ে ঢেলে দেবেন। যদিও জেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এটা সম্ভব নয়। পার্থ শারীরিকভাবে তিনি সক্ষম। তাই এমন ব্যবস্থা করা যাবে না। এছাড়াও খাবার নিয়েও নানা বায়না রয়েছে পার্থর।

প্রেসিডেন্সি জেলের নিয়ম অনুযায়ী, সপ্তাহে তিন দিন দুপুরে বন্দিদের আমিষ পদ দেওয়া হয়। যেদিন মাছ রান্না হয় সেদিন প্রত্যেক বন্দি দু’টুকরো করে পান। আর মাংস হলে চার টুকরো। কিন্তু জেল সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় বায়না করছেন, মাছ হলে তাঁকে চার টুকরো আর মাংস হলে ছ’টুকরো করে দিতে হবে। পার্থর এমন সব আবদারে নাজেহাল কারারক্ষীদের একাংশ।


You might also like!