kolkata

1 year ago

C V Anand Bose : 'দেশকে নেতৃত্ব দেবে বাংলা', এনআরএস-এর ১৫০ বর্ষপূর্তি অনুষ্ঠানে মন্তব্য রাজ্যপালের

C V Anand
C V Anand

 

কলকাতা, ১ ডিসেম্বর : “বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। দেশকে নেতৃত্ব দেবে বাংলা। দৈত্যের মত গর্জন করছে বাংলা।“ বৃহস্পতিবার এনআরএস-এর ১৫০ বর্ষপূর্তি অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবনিযুক্ত রাজ্যপালের এই মন্তব্যে করতালির ঝড় বয়ে যায়।

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেড়শত বর্ষপূর্তির উদযাপনে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী প্রমুখ। সিদ্ধার্থবাবু এই মেডিক্যাল কলেজেরই প্রাক্তনী। ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁকে উদ্দেশ করেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, "আমি সাংসদকে বলব, বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। আর ভারতকে নেতৃত্ব দেবে বাংলা। একজন দৈত্যের মতো জেগে উঠছে বাংলা।'

নয়া রাজ্যপালের মুখে এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। শপথগ্রহণের পর বৃহস্পতিবারই দিল্লি যান বাংলার নবনিযুক্ত রাজ্যপাল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন তিনি। শনিবার বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বগ্রহণের পর সেটাই ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ। প্রোটোকল অনুযায়ী সৌজন্য সাক্ষাৎ ছিল সেটা।


You might also like!