কলকাতা, ১৬ মে : পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমতাবস্থায় সরকারের সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, সরকারের উচিত সহানুভূতি দেখানো। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "শিক্ষকরা বিকাশ ভবনে নিজেদের চাকরির জন্য বিক্ষোভ করছেন। কোর্টের নির্ণয়ে তাঁদের চাকরি চলে গিয়েছে। এই পরিস্থিতির মূল কারণ বলে মনে হচ্ছে সরকারের অবহেলা।"
দিলীপ ঘোষ আরও বলেছেন, "এই শিক্ষকরা নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য বিক্ষোভ করছেন। সরকারের সহানুভূতি এবং বোধগম্যতার সঙ্গে প্রতিক্রিয়া জানানো উচিত। পরিবর্তে, তাঁদের সঙ্গে সংঘাত, পুলিশি বর্বরতা, মারধর এবং এমনকি রাজনৈতিক নেতাদের তাদের বিরুদ্ধে জড়িত করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়।"