kolkata

3 months ago

Fire in a factory in Tapsia area: কলকাতায় ফের অগ্নিকাণ্ড! তপসিয়ায় আগুন লাগল একটি কারখানায়

Fire in a factory in Tapsia area
Fire in a factory in Tapsia area

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : বৃষ্টিমুখর দিনে অগ্নিকাণ্ড কলকাতায়। সোমবার সকালে তপসিয়া এলাকার একটি কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে সেখানে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে অবস্থিত অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরির একটি কারখানা থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। বৃষ্টি নাথায় নিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।

You might also like!