কলকাতা, ১৯ মে : আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়রদের ওপর বিক্ষোভ ও চেম্বার ঘেরাওয়ে আদালত অবমাননার মামলায় ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চ কুণাল ঘোষ ও ৭ আন্দোলনকারীদের বিরুদ্ধে আদালত অবমানার রুল জারি করল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ বৃহত্তর বেঞ্চের এমনই নির্দেশ। ১৬ জুন তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ ৮ জনকে এজলাসে সশরীরে হাজিরা দিতে হবে। ১৬ জুন দুপুর ১২:৩০ ফের শুনানি।
কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য সোমবার বলেন, ''ঘটনার সময় অকুস্থলে ছিলাম না। একটি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে ছিলাম। আমায় উত্তর দেওয়ার জন্য একটু সময় দেওয়া হোক।'' এরপরই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী ভট্টাচার্য বলেন, ''আদালত কুণাল ঘোষকে জেলে পাঠাচ্ছে না এখনই। তবে আদালত অবমাননার 'রুলে'র উত্তর দিতেই হবে তাঁকে।'' সোমবার এজলাসেই ছিলেন কুণাল ঘোষ। তিন হাতজোর করে বিচারপতিদের উদ্দেশ্যে বলেন, 'আমি কিছু বলতে চাই।' যদিও বৃহত্তর বেঞ্চ তাঁর বক্তব্য শোনেনি।
এজলাস থেকে বেরিয়ে অবশ্য কুণাল ঘোষ বলেন, ''আমি বরাবর আদালতকে শ্রদ্ধা করি। বাম কংগ্রেস বিজেপি যারা আমার নাম ঢুকিয়েছে, তাদের প্রতি করুণা করি। আমার নাম দিলে ওদের চারবার নাম ছাপানো যাবে কাগজে, টিভিতে দেখাবে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বৃহত্তর বেঞ্চের ওপর।''