কলকাতা, ২ নভেম্বর : খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ শনিবার থেকে শুরু হচ্ছে। এ জন্য সব জেলাতেই কেন্দ্রীয় স্তরে ক্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাড়িতে বসেই এখন কৃষকেরা সরাসরি ধান বিক্রি করতে পারবেন অনলাইনে। ধান বিক্রির টাকা সরাসরি ঢুকে যাবে চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কৃষকদের সুবিধার জন্য জেলায় বৃদ্ধি করা হয়েছে ধান কেনার ক্রয় কেন্দ্রও। প্রত্যন্ত এলাকার কৃষকেরাও যাতে সরকারি সহায়ক মূল্যের ধান বিক্রি থেকে বঞ্চিত না হন, তার জন্য সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, খাদ্য দফতর এবার ৭০ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। স্থায়ী ক্রয়কেন্দ্র ছাড়াও বিভিন্ন এলাকায় গাড়ি পাঠিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি খাদ্য দফতর গ্রামীণ কৃষি সমবায় সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে অস্থায়ী শিবির খুলে চাষিদের কাছ থেকে ধান কিনবে বলে জানিয়েছে। চাষিদের কাছ থেকে ধান কেনার পর তা থেকে চাল উৎপাদনের জন্য সরাসরি নথিভুক্ত রাইস মিলগুলির কাছে পাঠিয়ে দেওয়া হবে।