kolkata

1 year ago

Dilip Ghosh : হিরণের ছবি ঘিরে বিজেপি-র অস্বস্তি নেই : দিলীপ ঘোষ

Hiran Chatterjee- Dilip Ghosh
Hiran Chatterjee- Dilip Ghosh

 

কলকাতা, ২৩ জানুয়ারি  : তৃণমূলের অফিসে পশ্চিম মেদিনীপুরের কো অর্ডিনেটর অজিত মাইতির পাশে বিজেপি বিধায়ক হিরণের ছবি প্রকাশ্যে আসতেই দলবদলের গুঞ্জন শুরু হয়েছে।

অনেকে এই ছবিটি পুরনো বলে দাবি করে। সেই প্রেক্ষিতেই হিরণের ছবির ব্যাপারে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “এ নিয়ে আমি কী বলব অজিত মাইতি আর হিরণ বলবে।” তবে হিরণের ছবি ঘিরে বিজেপি-র অস্বস্তি নেই বলে সাফ জানিয়েছেন দিলীপ।

সোমবার ইকো পার্কে হাঁটতে গিয়ে তিনি আরও বলেছেন, “রাজনীতিতে কে কোথায় থাকবে তা তাঁকেই ঠিক করতে হবে। আমাদের বিধায়ক কম পড়েনি। ওদের কম পড়েছে, তাই আমাদের বিধায়কের সঙ্গে যোগাযোগ করছে। এ নিয়ে চিন্তিত নই।” যদিও হিরণ দল বদল করবেন কি না, তা তিনি বলতে পারবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। যদিও বিজেপি দাবি করে, হিরণের ছবিটি বিকৃত করা হয়েছে। তৃণমূল অফিসে বসে থাকা ছবি নয়।

পাশাপাশি ভাঙড়ে তৃণমূলের সঙ্গে আইএসএফের ঝামেলা এবং তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে বোমা উদ্ধারের প্রসঙ্গে এদিন তিনি বলেছেন, “তৃণমূলের পার্টি অফিস বোমা, বন্দুকের কারখানা। নেতাদের বাড়িতে পাওয়া যাচ্ছে অস্ত্রশস্ত্র। এটা নতুন কিছু না। সমস্ত সমাজ বিরোধী তৃণমূলের নেতা হয়ে গিয়েছে। এরা বোম-বন্দুক নিয়ে জিতিয়ে পার্টিকে সরকারে নিয়ে এসেছে। তার পুরস্কার হিসেবে লুটপাট করার সুযোগ পেয়েছে। পুরো পার্টিটাই অপরাধীদের নিয়ে চলছে এখন। যেখানে হাত দিচ্ছে এরকম লোক বেরোচ্ছে। আগামী দিনে আরও লোক বেরবে।”

You might also like!