kolkata

4 weeks ago

Abhishek Banerjee: শনিবার জনসংযোগ কর্মসূচির ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিজয়া সম্মিলনীর মাধ্যমে ফের রাজনীতির আঙিনায় সক্রিয়ভাবে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার অর্থাৎ উপনির্বাচনের আগেই বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।

কিছুদিন আগে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন অভিষেক। কালীঘাটের বাড়িতে সপরিবারে তাঁকে দেখা গিয়েছিল কালীপুজোয় উপস্থিত থাকতে। ওইদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে দাঁড়িয়ে পার্থ ভৌমিক বলেছিলেন, এখনই অভিষেক রাজনৈতিক কাজে ফিরবেন কিনা বলা যাচ্ছে না। ওর চোখের সমস্যা না মেটা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে।

আপাতত শনিবারের দিকে প্রত্যেকের নজর। বিজয়া সম্মিলনীতে কী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির পর তিনি আর কী পদক্ষেপ নেন এবং উপনির্বাচনে তিনি কী ভূমিকা নেন।

You might also like!