kolkata

1 year ago

SSC Scam : সিবিআইয়ের প্রশ্নের মুখে এসএসসি-র চাকরি যাওয়া চতুর্থ শ্রেনীর ৫০ কর্মী

50 Class IV workers who went to SSC in the face
50 Class IV workers who went to SSC in the face

 

কলকাতা, ৩০ নভেম্বর : নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিলেন এসএসসি-র চতুর্থ শ্রেনীর ৫০ জন কর্মী। এদের মধ্যে অধিকাংশেরই হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে।

গত ২৩ নভেম্বর, ফের সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, “সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর মামলায় অনুপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী। এটা খুব সন্তোষজনক পরিস্থিতি নয়। সিবিআই আধিকারিকদের বলুন এই মামলা খুব গুরুত্ব দিয়ে দেখতে।“

সূত্রের খবর, কীভাবে চাকরি পেয়েছিলেন? প্রভাবশালী-যোগ বা আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন কি না, হাওড়ার আমতা ও বাগনান এলাকার বিভিন্ন স্কুলের এই ৫০ জন কর্মীর কাছ থেকে জানতে চায় সিবিআই। প্রত্যেককে মার্কশিট ও নিয়োগপত্র আনতে বলা হয়।

এসএসসি চতুর্থ শ্রেনীর নিয়োগ দুর্নীতির তদন্তে কয়েক দিন ধরেই ধাপে ধাপে চাকরিপ্রার্থী, চাকরিরত এবং আদালতের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সেই ধারা অব্যাহত রেখে বুধবার হাওড়া জেলা থেকে এমন বেশ কয়েকজনকে তলব করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে বুধবার সকাল সকাল নিজাম প্যালেসে হাজির হন এসএসসি তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পদে চাকরিপ্রার্থীরা। তার মধ্যে হাই কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রার্থীরাও। তারা নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে হাজির হন নির্দেশ মেনেই।


You might also like!