ধানবাদ, ১ মার্চ : ঝাড়খণ্ডকে অনেক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের এক অনুষ্ঠান থেকে রাজ্যের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ধানবাদের সিন্দ্রিতে ৩৫,৭০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী ঝাড়খণ্ডের সিন্দ্রি সার প্ল্যান্ট দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেন। গোরক্ষপুর এবং রামাগুন্ডমের ফার্টিলাইজার প্ল্যান্টের পুনরুজ্জীবনের পর এটিই দেশে তৃতীয় সার প্ল্যান্ট।
এছাড়াও প্রধানমন্ত্রী মোদী ঝাড়খণ্ডে ১৭,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে দেওঘর – ডিব্রুগড় ট্রেন পরিষেবা, টাটানগর এবং বাদামপাহারের মধ্যে মেমু ট্রেন পরিষেবা (দৈনিক) এবং শিবপুর স্টেশন থেকে দূরপাল্লার মালবাহী ট্রেন। শুক্রবার সকালে ধানবাদে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, "এখন রেল বিপ্লবের নতুন অধ্যায় লিখছে ঝাড়খণ্ড। এছাড়াও, হাজারিবাগ, রামগড় এবং বোকারোর এক্সপ্রেস পথগুলি ঝাড়খণ্ডের সংযোগ বহুগুণে বাড়িয়ে দেবে৷" মোদী বলেছেন, "গত ১০ বছর ধরে আমরা আদিবাসী সমাজ, দরিদ্র, যুবক এবং মহিলাদের শীর্ষ অগ্রাধিকার দিয়ে ঝাড়খণ্ডের জন্য কাজ করেছি।" অনুষ্ঠানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন বলেছেন, "ঝাড়খণ্ডকে সমৃদ্ধ করতে হবে আমাদের। সিন্দ্রিতে আমাদের সেচ সুবিধা বাড়াতে হবে, প্রধানমন্ত্রী এখানে থাকায় আজ রাজ্যের জন্য একটি বিশেষ দিন। সিন্দ্রি প্ল্যান্টের উৎপাদন রাজ্যের কৃষিক্ষেত্র এবং আমাদের কৃষকদের নানাভাবে উপকৃত করবে।"