দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৭ জুলাই নির্ধারিত ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং ১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুটি বাতিল করা হয়েছে। যেসব যাত্রীরা এই ট্রেনের টিকিট কেটেছেন তাদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের অর্থ শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতে ফেরত দেওয়া হবে। হারানো বা মিসপ্লেসড টিকিটের কোনও অর্থ ফেরত দেওয়া হবে না। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের অর্থ ফেরত প্রদান করা হবে এবং টিডিআর ইস্যু করা হবে না। এই বাতিলের ফলে যাত্রীদের যে অসুবিধা হবে তার জন্য পূর্ব রেল তরফে গভীরভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।