International

1 month ago

Rapid Action Officer: দুর্গাপূজাকে কেন্দ্র করে উসকানি রয়েছে, অশান্তি মোকাবিলায় সতর্ক গোয়েন্দা, চলছে নজরদারি : রেপিড অ্যাকশন কর্মকর্তা

Rapid Action Officer
Rapid Action Officer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে উসকানি রয়েছে। তবে যে কোনও অনাকাঙ্ক্ষিত অশান্তি মোকবিলায় গোয়েন্দারা সতর্কতা অবলম্বন করেছেন। চলছে নজরদারি। দুর্গাপূজার কয়দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রেব)-এর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের বম ডিসপোজাল ইউনিট এবং গোয়েন্দা শাখাও কাজ করবে। কথাগুলি বলেছেন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর আইন ও গণমাধ্যম শাখার অধিকৰ্তা লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

আজ  রাজধানীর কারওয়ান বাজারে রেব-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আসন্ন দুৰ্গাপূজা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তথ্য দিতে গিয়ে কথাগুলি বলেন লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। মুনিম ফেরদৌস বলেন, ‘দুর্গাপূজাকে ঘিরে উসকানি রয়েছে। কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। আমরা প্রতিটি পূজামণ্ডপ সচেতনভাবে দেখব। কেউ যেন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।’

মুনিম ফেরদৌস আরও বলেন, ‘সারা দেশে প্রায় ৩১ হাজার ৪৬১টি পূজামণ্ডপ রয়েছে। প্রত্যেকটি পূজামণ্ডপের নিরপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছি আমরা। আমাদের গোয়েন্দারা নজরদারি রেখেছেন। নিরাপত্তা টহল রয়েছে। কোথাও কোনও সমস্যা হলে সেখানে আমাদের মোবাইল নম্বরগুলো দেওয়া আছে। কেউ কোনও ঝামেলা করতে চাইলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দুর্গাপূজাকে ঘিরে যে কোনও ধরনের গুজব ঠেকাতে রেব-এর সাইবার পেট্রোলিং কাজ করবে। তাৎক্ষণিকভাবে যদি কোনও ঝামেলা সংক্রান্ত তথ্য পাই, দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে।’

রেব কর্মকর্তা মুনিম ফেরদৌস বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে রেব-এর অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে ছাত্র-আন্দোলনের সময় গুলি বর্ষণকারী, হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

You might also like!