International

4 months ago

Landslide on Nepal highway: মধ্য নেপাল হাইওয়েতে ভূমিধসে তলিয়ে গেল দু'টি বাস, বহু যাত্রী নিখোঁজ

Landslide on Nepal highway
Landslide on Nepal highway

 

কাঠমান্ডু, ১২ জুলাই : মধ্য নেপাল হাইওয়েতে ভয়াবহ ভূমিধসে তলিয়ে গেল দু'টি বাস। এই ঘটনায় বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার সকালে মধ্য নেপালের মদন-আশ্রিত হাইওয়েতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে, দু'টি বাসে কমপক্ষে ৬৩ জন যাত্রী ছিলেন। ওই বাস দু'টি ত্রিশূলি নদীতে তলিয়ে গিয়েছে।

চিতওয়ানের প্রধান জেলা আধিকারিক ইন্দ্রদেব যাদব বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী উভয় বাসে চালক-সহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোররাত সাড়ে তিনটে নাগাদ ভূমিধসে বাস দু'টি তলিয়ে যায়। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং তল্লাশি অভিযান চলছে। অবিরাম বৃষ্টির জন্য উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, "নারায়ণগড়-মুগলিন সড়ক সেকশনে ভূমিধসে বাস তলিয়ে যাওয়ার এবং দেশের বিভিন্ন অংশে বন্যা ও ভূমিধসের কারণে প্রায় পাঁচ ডজন যাত্রী নিখোঁজ হওয়ার খবরে আমি গভীরভাবে দুঃখিত।"


You might also like!